C-287/2-3, Khilgaon Bishwa Road, Dhaka – 1219 | 09606063030 , 01711063030 | info@khidmahhospital.com

Dr. Mohammad Mohibur Rahman

Home Dr. Mohammad Mohibur Rahman
Dr. Mohammad Mohibur Rahman

Dr. Mohammad Mohibur Rahman

GASTROENTEROLOGY

Introducing to myself

MBBS, FCPS (Medicine), MD (Gastroenterology) 

Medicine,Gastroenterology & Liver Disease Specialist

Professor and Head, Department of Gastroenterology

Uttara Adhunik Medical College, Dhaka

My skills & expertise area

১. লিভারের প্রদাহ বা হেপাটাইটিস - বিভিন্ন ধরনের হেপাটাইটিস যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ই রোগের ইনভেস্টিগেশন, ট্রিট্মেন্ট এবং ভ্যাক্সিনেশন করা হয়। হেপাটাইটিস বি লিভার সিরোসিস এর জন্য দায়ী, হেপাটাইটিস সি লিভার ক্যান্সার করে, হেপাটাইটিস এ গর্ভবতী মহিলাদের মারাত্মক ধরনের হেপাটিক ফেইলিওর(ফালমিনেন্ট হেপাটিক ফেইলিওর করে)। হেপাটাইটিস এ সাধারনত দূষিত পানি থেকে ছড়ায়।
২. জন্ডিস - বিভিন্ন রকমের জন্ডিস রয়েছে যাতে রোগীর লিভার ফাংশন - এস.জি.পি.টি., এ.এল.পি., গামাজিটি(এলকোহোলজনিত লিভার রোগে) বাড়ে, আল্ট্রাসনগ্রাফিতে লিভার বড় দেখায় বা পেটে পানি(এসাইটিস) দেখা যায়। পিত্ত প্রবাহে বাধার কারনে অবস্ট্রাকটিভ জন্ডিস হয় এছাড়া সার্জারির পরেও  এক ধরনের জন্ডিস হয়। ভাইরাসজনিত কিছু রোগ যেমন ডেঙ্গুতে লিভার ফাংশন চেইঞ্জ হয় ।
৩. লিভার সিরোসিস অ সিরোসিস জনিত যাবতীয় জটিলতা -
# হেপাটিক এঙ্কেফালোপ্যাথি (রোগী সঙ্গাহীন হয়ে পড়ে)
# হেপাটো রেনাল সিন্ড্রোম
# ইসোফেজিয়াল ভ্যারিসেস ( অন্ন নালীর রক্ত নালী সমূহ স্ফীত হয়ে রক্তপাত হওয়া)
৪. ফ্যাটি লিভারের চিকিৎসা ও ফাইব্রোস্ক্যান রিপোর্ট এনালাইসিস ।
৫. লিভার ক্যান্সার চিকিৎসা ও সমন্বিত অঙ্কোলোজিস্ট (ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ)
৬. লিভারের পাথর  চিকিৎসা প্রামর্শ ও সমন্বিত সার্জারি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে অপসারন।
৭. লিভার এবসেস (ফোঁড়া) - কঞ্জারভেটিভ চিকিৎসা এবং আল্ট্রাসনো গাইডেড পদ্ধতিতে পুঁজ বের করা।
৮. হাইডাটিড ডিজিস বা সিস্ট - কঞ্জারভেটিভ চিকিৎসা বা সার্জিকাল।
৯.উইলসন ডিজিজ - লিভারে কপার জমার ফলে এটি হয়।
১০. এমিবিক ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি - পুরাতন আমাশয় রোগ।
১১. পাকস্থলির সমস্যা, ডিস্পেপ্সিয়া - বুক জ্বলাপোড়া, মুখে পাকস্থলী টক রস উঠে আসা, পেপ্টিক আলসার, ডিওডেনাল আলসার।
১২. পেটে অতিরিক্ত গ্যাস হওয়া, অতিরিক্ত ঢেকুর উঠা, অতিরিক্ত হেচকি উঠা, খাবার গিলতে অসুবিধে হওয়া।
১৩. হেলিকো ব্যাক্টর পাইলোরি নামক জীবানু দ্বারা পাকস্থলি আলসারের চিকিৎসা কেননা এই জীবানু পাকস্থলীর ক্যান্সার রোগ সৃষ্টি করে।
১৪. অগ্ন্যাশয়/প্যানক্রিয়াজের সমস্যা - রোগীর প্রচন্ড পেটে ব্যাথা সহ জ্বর বমি ইত্যাদি লক্ষন থাকে। রোগী ক্রিটিক্যাল হয়ে আই.সি.ইউ লাগতে পারে।
১৫. আই.বি.এস. - রোগির কোনো কিছু খাবার পরপর ই বাথরুমে যেতে হয়।
১৬. কোলাইটিস - কোলনের প্রদাহ যা থেকে কোলন ক্যান্সার হতে পারে।
১৭. এন্ডস্কপি এবং কলোনস্কপি (বিশেষায়িত চিকিৎসা সেবা শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দেওয়া সম্ভব)
# রক্তবমি
# কালোপায়খানা হওয়া
# পিত্তনালির পাথর অপ্সারন করে বাধাগ্রস্থ পিত্তপ্রবাহ চালু করা (এম.আর.সি.পি., ব্যান্ড লাইগেশন, বায়োপসি)
# ফরেনবডি রিমুভাল (মাছের কাঁটা, পয়সা, ব্যাটারি) এন্ডস্কোপির মাধ্যমে বের করা
# ইসোফেজিয়াল ডায়ালেটেশন

Get In Touch

C-287/2-3, Khilgaon Bishwa Road, Dhaka – 1219

Location

Copyright © Khidmah Hospital (Pvt) Ltd Design & Development by Wan It Ltd.