খিদমাহ হসপিটাল থেকে আমি নিজে সেবা পেয়েছি। আমার অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে!! আসলে তাদের সেবা অসাধারণ তাদের স্টাফ, ডাক্তারদের ব্যবহার খুবই আন্তরিক। খিদমাহর ভিতরের পরিবেশ সবার জন্যেই উপযোগী, যেমন পুরুষদের জন্যে পুরুষ ডাক্তার, স্টাফ এবং মহিলাদের জন্যে মহিলা স্টাফ ও ডাক্তার।
This hospital services are very excellent & helpful that's why I treat my whole family and I suggest khidmah hospital my all relative. It's (09 march 20) I was suffering abdomen pain so I run away khidmah hospital then doctor's chamber time was over neverthless Prof.Dr.Mohibur rahman treated me & consult with me. Now I feel good so dua for Dr. sir overall khidmah hospital. Finally thanks a lot khidmah hospital.
আমি অনেকদিন ধরেই পেটব্যথা ও শারিরীক অন্যান্য মহিলারোগে ভুগছিলাম। খিদমাহ হসপিতালের হটলাইন নাম্বারে ফোন করে ডক্টর ম্যাম এর সিরিয়াল নেই। পরবর্তীতে ম্যাডামের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসনগ্রাম ও অন্যান্য পরীক্ষা করাই। ম্যাডামের তত্বাবধানে এপেন্ডাইটিস অপারেশন করার পর আমি এখন সুস্থ আছি। খিদমাহ হসপিটালে মহিলাদের জন্য আলাদা স্থান ও আলাদা ডাক্তার থাকায় মহিলাদের ভোগান্তি কম হয়। ধন্যবাদ ম্যাডাম ও খিদমাহ হসপিটালকে।
খিদমাহ হসপিটাল সেবায় অনেক উন্নত। নিম্নশ্রেণী থেকে উচ্চশ্রেণীর সবার জন্য ভালো মানের হসপিটাল বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এই হসপিটাল ২৪ ঘণ্টা নিয়ন্ত্রিত। কম খরচে ভালো মানের সেবায় খিদমাহ হসপিটাল বেস্ট। আমার রাজকন্যা আনাবিয়া আরশান পৃথিবীর আলো দেখেছে ডাঃ শাহনাজ আহমদ ম্যাম এর সহায়তায়। আলাহ আপনাকে নেক হায়াত দান করুক। খিদমাহ হসপিটালের সেবা ছড়িয়ে পরুক সবখানে। ধন্যবাদ।
আমি নীলফামারি জেলার, ছোটখাতা গ্রাম থেকে খিদমাহ হসপিটালে এসেছি আমার ছেলে (মুন্না) এর কানে কম শোনা ও শ্বাস নিতে সমস্যার চিকিৎসা করাতে। ডঃ মোঃ মশিউর রহমান স্যার এর তত্তবধানে চিকিৎসা করাই। আলহামদুলিলাহ আলাহ পাকের অশেষ রহমতে এডিনয়েড ও টনসিল অপসারনের ফলে আমার ছেলে এখন কানে শুনতে পায় ও নাক দিয়ে শ্বাস নিতে পারে। স্যারের চিকিৎসা ও খিদমাহ হসপিটালের আন্তরিকতায় আমি সত্যিই মুগ্ধ।
খিদমাহর ইমার্জেন্সি সার্ভিস সার্বক্ষনিক। ঈদের ছুটিতে আমি শ্বাসকষ্ট এর মহিলা রোগী নিয়ে এসেছিলাম। ইমারজেন্সি ডক্টর ও নার্সদের তৎপরতায় আমার রোগী জীবনরক্ষাকারী সেবা পেয়েছে রাত্রি আনুমানিক ১ টার সময়। আমি খিদমাহ ইমার্জেন্সি সার্ভিসের সাফল্য কামনা করি এবং এভাবেই আমাদের সেবা দিয়ে যাবেন ইনশাআলাহ এই দোয়া করি।
Copyright © Khidmah Hospital (Pvt) Ltd Design & Development by Wan It Ltd.