খিদমাহ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগ অত্যন্ত সমৃদ্ধ। দক্ষ অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞগণ রোগীদের নিরাপদ কাজ করে যাচ্ছেন। রোগীর সার্জারিকে সর্বোচ্চ মূল্যায়ন করে সার্জারির আগে রোগীর সামগ্রিক শারীরিক চেকআপ সম্পন্ন করে সার্জারি এবং সার্জারি পরবর্তী অবজারভেশন সহ, সিভিলাইন, ইনটিউবেশন, এপিডুরাল পোর্ট সহ সার্জারি রোগীর যে কোন ক্রিটিকাল মুহূর্ত ম্যানেজারের জন্য আমাদের রয়েছে খিদমাহ সার্জিক্যাল ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম। যার নেতৃত্বে রয়েছে দক্ষ সার্জন ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞগণ, এছাড়া পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে পুরুষ ও মহিলা অ্যানেসথেসিওলজিস্ট। অজ্ঞান করার/ অ্যানেসথেসিয়া দেয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটিকে নিরাপদ করার জন্য উন্নত অ্যানেসথেসিয়া মেশিন এবং নিরাপদ অ্যানেসথেটিকস আইসো ফ্লুরেন ব্যবহার করা হয়।
Copyright © Khidmah Hospital (Pvt) Ltd Design & Development by Wan It Ltd.