ডাঃ মোঃ জাহিদ আমিন ২০০৪ ইং সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. পাশ করেন। ২০০৮ ইং সালে সিডনিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল পরীক্ষায় কৃতিত্বের সাথে কৃতকার্য হন। ২০১৪ ইং সালে এম.সি.পি.এস. (মেডিসিন) এবং ২০১৬ ইং সালে এফ.সি.পি.এস. (মেডিসিন) ডিগ্রি সপম্পন্ন করেন। ২০১৮ সালে রিউমাটোলজিতে সুইজারল্যান্ড ভিত্তিক "ইউলার সার্টিফিকেট" প্রাপ্ত হন। ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে রিউমাটোলজিতে এমডি দিগ্রি অর্জন করেন। ২০২০ সালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কোভিড - ১৯ চিকিৎসায় বিশেষ অবদানের জন্য আই.জি.পি.এস. এওয়ার্ড প্রপ্ত হন। তিনি ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক "এ.সি.আর. ইন্টারন্যাশনাল ফ্যালো" নির্বাচিত হন। ২০২৪ সালে এপলার এক্সচেঞ্জ প্রোগ্রাম এর আওতায় এস.এল.ই. রোগের উওপরে জাপাএর টোকিও ইউনিভার্সিটি হসপিটালে উচ্চতর প্রশিক্ষন গ্রহন করেন। পেশাগত জীবনে দেশী এবং বিদেশী জার্নালে তার গবেষনা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন ইন্টারন্যাশন্যাল কনফারেন্সে স্পিকার হিসেবে বক্তৃতা প্রদান করেছেন। ২০১৬ সাল থেকে অদ্যবধি তিনি কৃতিত্বের সাথে খিদমাহ হাসপাতালে মেডিসিন ও রিউমাটোলজি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা প্রদান করছেন।