MBBS, MS (Ophthalmology) Ophthalmologist, Glaucoma & Phaco Surgeon Head of Department Sheikh Hasina Medical College, Tangail EX Consultant National Institute of Ophthalmology and Hospital, Dhaka
দৃষ্টিশক্তি পরিমাপের জন্য উচ্চমান সম্পন্ন অটোমেটেড রিফ্রাক্টোমিটারযা দ্বারা চোখের রোগ যেমনঃ মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এস্টিকমেটিজম রোগের চিকিৎসা। এসব রোগী সাধারনত বোর্ডের লেখা, অক্ষর, সংবাদপত্রের অক্ষর বা লাইন বুঝতে সমস্যা হওয়া। খিদমাহ আই হসপিটালে আছে চোখের দৃষ্টিশক্তি জনিত রোগ নির্নয় এবং স্ক্রিনিং এর আধুনিক ব্যাবস্থা। এছাড়া জন্মগত চক্ষু সমস্যা নির্নয়ের জন্য "আর.ও.পি" ক্লিনিক।
স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপের সাহায্যে চোখের বিভিন্ন রোগ নির্নয়।
ডিজিটাল টনোমিটারের মাধ্যমে চোখের প্রেশার ও রোগ নির্নয় - গ্লুকোমা।
কম্পিউটারাইজড ভিজুয়াল ফিল্ড এনালাইসিস, পেরিমেট্রি, গ্লুকোমার কনফারমেশন এবং অন্ধত্বের অন্যান্য নিউরোলজিকাল কারন নির্নয়।
বায়োমেট্রি-কেরাটোমেট্রি মেসিনের মাধ্যমে ছানি অপারেশনের সময় প্রতিস্থাপিত ইন্ট্রঅকুলার লেন্সের পাওয়ার অপারেশনের পূর্বেই নির্নয় করা।
আমাদের এখানে যে সব অপারেশন হয়ঃ- ফ্যাকো বা চোখের ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, গ্লুকোমা অপারেশন, ট্যারা চোখ অপারেশন, ট্যারিজিয়াম অপারেশন, চ্যালাজিয়ন অপারেশন, অকুলোপ্লাস্টি, কর্নিয়া সংযোজন, কৃত্তিম চোখ সংযোজন ইত্যাদি।
ডায়াবেটিক রোগীদের জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং এবং রেটিনোপ্যাথী রোগীদের জন্য বিশেষ ধরনের ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা যা ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে অন্ধ্যত্ব প্রতিরোধে বিশেষভাবে সাহায্য করে।
কন্টাক লেন্সের ব্যব্যহার সংক্রান্ত পরামর্শ ও প্রেস্ক্রিপশন দেওয়া হয়।
Make Appoinment
*অনির্দিষ্ট কারনে চেম্বারের সময়সূচি পরিবর্তন হতে পারে*
শারিরীকভাবে হাসপাতালে আসার পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি এবং সিরিয়াল নিশ্চিত করে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আরো বিস্তারিত জানতে ও অনলাইন এপয়েন্টমেন্ট করতে ভিজিট করুন https://khidmaheye.com/